Loading...

রাজনীতির নতুন ধারা উত্তরণে গণতন্ত্র

01. আবেদন

তারিখ: ২৯/০৭/২০২৫ খ্রি:

“পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি”

আবেদন

সবিনয় নিবেদন এই যে, আমার লিখিত পুস্তক “রাজনীতির নতুন ধারা উত্তরণে গণতন্ত্র” এর সার-সংক্ষেপ আধুনিক বাংলার রুপকার, বর্তমান সময়ের বিশ্ব বরেণ্য শাসক, জনমানুষের নয়নমনি মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস এর সমীপে তাহার দৃষ্টি আকর্ষনে পেশ করা হলো।

বইটির মধ্যে আমার ব্যাখ্যা বিশ্লেষণ সৃষ্টিকর্তার অশেষ কৃপায় গণমানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক রাজনীতির জন্য রাজনৈতিক সংবিধান (দেশের সংবিধান নয়) রুপে আত্নপ্রকাশ, যার বিষয়বস্তু হলো আগামী দিনের রাজনীতিতে আমল পরিবর্তন ও সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য। ২য় লক্ষ্য একটি নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ, যার নামকরণ আদর্শ গণতান্ত্রিক দল ( Ideal Democratic Party, IDB)

অতএব বিনীত আরজ এই যে, বইটিতে আগামী দিনের রাজনীতির কর্মপন্থা তুলে ধরা হয়েছে, যার ধারা প্রবর্তনে রাজনীতির পথে জনগণের শতভাগ কল্যাণ নিহিত। বিনীত যোগাযোগ স্বপক্ষে Whatsapp: ০১৯৫৯-৫৫৭৮৬৫ এবং Email: idpbd9@gmail.com পেশ করা হলো। সংযুক্তি: রাজনীতির নতুন ধারা উত্তরণে গণতন্ত্র বইয়ের সার-সংক্ষেপ।

নিবেদক
মোঃ মোসলেহ উদ্দিন, প্রকৌশলী,
মুক্তিযোদ্ধা, সমাজসেবক এবং রাজনীতিবিদ,
উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা (নতুন দল)
আদর্শ গণতান্ত্রিক দল, Ideal Democratic Party
লেখক ও সম্পাদক
”রাজনীতির নতুন ধারা উত্তরণে গণতন্ত্র”
স্মারক নং: “রাজনীতির নতুন ধারা /০৩ তারিখঃ ২৯/০৭/২০২৫খ্রি:।

বরাবর,
মাননীয় প্রধান উপদেষ্টা
অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
দৃষ্টি আকর্ষণঃ প্রেস সচিব মহোদয়,
মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা ।